এই উঁচু বাড়িগুলো যদি হতো পর্বত
এই পিচঢালা রাস্তাগুলো যদি হতো অরণ্য পথ
আজকের এই ভোরটি যদি হতো
বেঁচে থাকার অকলুষ ভোর
শুদ্ধ বাতাসে নিরিবিলি  
যেমন একদা ছিল এই অনাধুনিক শহর
রণেলিপ্ত আমার শহর হে আমার একাত্তর
তারপরও ছিল নির্মল আরো অনেকগুলো বছর
তবে ভালো লাগতো এই জন্মের প্রহর ।


ভালো লাগতো জীবনের এই অতিক্রম
শুনতে পেতে আমার কন্ঠে
              কবিতার মতো শব্দের স্বর ।


অথচ বদলে গেছে পৃথিবী আমার
নিঃসঙ্গ আর বিরূপ,
কৈশোর থেকে ভেবেছি, বন্ধু হবে এই পৃথিবী,
কিন্তু সে একের পর এক স্বপ্ন ভেঙ্গে
রেখে দিলো আমাকে অনন্ত বেদনার ভেতর
তাই আজ আমি বিক্ষুব্ধ  
এ জীবনের প্রতি অভিমানে অনড় ।
আর যত আসে জন্মের দিন
হয়ে পড়ে সব বেদনার্ত বিষন্ন প্রহর।


(০৩.০১২.২০২২)