(১৫)


জুলিয়েট, তুমি কোথায়?
তুমি আছো আমার সম্মুখে,
হে কালো মেয়ে,
তবু যেন তুমি কোথায়!


জুলিয়েট তুমি চলে যাও,
চলে যাও কুয়াশামাখা ভোরের সেই নির্জন মফস্বল শহরে,
খুঁজে নাও তাকে, এক হাতে স্যুটকেস
ওড়নায় মুছে নিও তোমার ললাটের ঘাম
ক্ষণিক দাঁড়াও ঝরা পাতাদের মাঝে,
আর ভাবো ক্ষণিক এই নির্জনতায়
তার বিস্ময়মাখা মুখ, যখন সে দেখবে তোমায়;


জুলিয়েট, তুমি কোথায়?
এভাবে থেকোনা মোর সম্মুখে
হে কালো মেয়ে, সব দ্বিধা ঝেড়ে ফেলে, মন খুলে বলো আমায়,


তুমি কোথায়?


(১৯)


ফিরে এলাম তোমার দুয়ার হতে
কড়া নাড়িনি
ডাকিনি তোমাকে মৃদুস্বরে;


অথচ হৃদয় ভরে ছিল চিৎকারে;


নিঃশব্দ চলে আসা
তুমি বোধহয় জানোও না;
মোমবাতি গলে গলে যায়
                        যন্ত্রণায়,
তুমি বোধহয় বোঝোও না।


(১৬.০২.১৯৯৮)
(১২.০৩.১৯৯৮)