কাটছে ছুটির দিন, জুলিয়েট;
তোমাকে সাথে নিয়ে,_ কল্পনায়;
তোমার ঐ অপূর্ব ঠোঁটজোড়ায়
কথামালা সাজিয়ে দিয়ে,_ কাটছে ছুটির দিন,
কথারা যেন চঞ্চলা মেঘ, উড়ে চলে দিশাহীন;


অভিমানে আমি যখন কিছুটা ক্লান্ত, ক্ষুব্দ এবং বেদনার্ত;
বুঝতে পেরে ঠোঁট জোড়া টিপে টিপে তখন তুমি হাসো ,
ইচ্ছে করে, দু'হাতের করতলে রাখি তোমার ঐ মুখ,
পান করি অমৃতরসের মতাে তোমার ওষ্ঠের সমস্ত সুখ;


জুলিয়েট, তুমি বুঝতে পারো,
আমি অসহায় জলপদ্মের মতো
তোমার অস্তিত্বের সরোবরে;
মিশ্রিত অনুভুতির মতো কোনো নক্ষত্রের আলো
বিচ্ছুরিত হচ্ছে যেখানে, প্রেমময় তার নির্মল বিভাসে;


কিছুই করার নেই,
জানি তুমি বলবে না সরাসরি কিছুতেই;
স্পষ্টতা আনতে পারে পাহাড়ের ভাঙ্গন!
জুলিয়েট, বুঝে নিতে হবে আমাকেই,
তুমি নীড় ভাঙ্গা পাখিদের অরণ্য গহন।


(০৭.১১.১৯৯৭)