"জুলিয়েটনামা ২১"


প্রচুর ব্যস্ততার মাঝেও বিষণ্ন হয় যদি এ মন!
শুধু তোমার জন্য সারাক্ষণ;
হে কালো মেয়ে, একে তুমি কি বলবে?


আত্মীয় স্বজন মুখরিত এ দিন,
তবু শুনতে পাই বিষণ্ন এক বীন, বেজে চলেছে হৃদয় মাঝে,
হে কালো মেয়ে, একে তুমি কি বলবে?


বলবে কি ভালোবাসা নাকি শুধু শুধু কষ্ট পাওয়া?
যেমন তুমি মাঝে মাঝে বলে ওঠো,
বলে ওঠো মৃদুমন্দ আমার একাকী সান্ধ্য বারান্দায়,


"শুধু শুধু কষ্ট পান কিসের আশায়?"


তোমার কষ্টগুলো কার জন্য রাখা?
কার জন্য জমানো তোমার হৃদয় গোপন কথা?
একবার বলো, নিঃশব্দে সরে দাঁড়াই?
ভালবাসবো এরপরে শুধু নিঃসঙ্গতাই।


(০৮.০৪.১৯৯৮ - *ঈদের দিন রচিত)


----------------------------------------------------------------


"জুলিয়েটনামা ২২"


দ্রবীভূত এই মন, যখন যা দেখে, তাই তখন, অপূর্ব মনে হয়;
শুধু তুমি জুলিয়েট একমাত্র, অপূর্ব থাকো সবসময়;
সেই বুধবারে, হরতালের দিনে,
ফুটে ছিলে তুমি, নীল শাড়ির মাঝে, অপূর্ব কালো;
দেখেছি চুপিসারে, অপূর্ব অভিমানী মুখ, আহ কি সুখ!
তবুও বেদনা, অপমানে তোমাকে করেছি দগ্ধ, অহেতুক!


একবারও আসলে না কাছে, কখনোই তো বসো না আমার পাশে;
অথচ গানে গানে, স্বপ্ন মাঝে, কত করেছি আদর, ধরেছি তােমার হাত,
তৈরী করেছি কোটি নক্ষত্রের মতো, জ্বল জ্বলে স্বপ্নের পথ আর অনন্ত বীথিকা রাত;


ক্ষমা করে দাও, ক্ষিপ্ত রাণীর মতো করো, এসব আচরণ আমার নিষিদ্ধ!
আমার সর্বস্ব পুড়ে খাক হয়ে যাক!,_ যন্ত্রণায়!
তবুও তোমাকে আর কোনোদিন, কোনো বেদনায়, করবো না আমি বিদ্ধ।


(০৭.০৫.১৯৯৮)