লোডশেডিং সারা শহরে;
জুলিয়েট তুমি পড়ছো রাষ্ট্রবিজ্ঞান, মোমবাতি জ্বালিয়ে;
তোমার কালো মুখটির অপরূপ রূপ,
জ্বলছে নিরুপম মােমের আলোতে,
করছো ব্যাকুল কোনো হৃদয়, সে অপূর্ব চিত্র বিভাতে;  
রাষ্ট্রের সংজ্ঞার যতো কালো কালো অক্ষরের ভিড়ে,
হঠাৎ কি ফুটে ওঠে সেই মফস্বল শহরের ভোর?
নাকি দেখো তুমি বিষণ্ন কোনো কাঙালের
চোখের নদীতে ধীরে ধীরে চলছে বেদনার অনন্ত বহর;
বাইরে ঝরছে অঝোর ধারায় বৃষ্টি,
হয়তোবা আনমনে কখনো তাকাচ্ছো তুমি,
বৃষ্টিতে আচ্ছন্ন ভাবনাগুলোও হয়তো তোমার,
মোমের আলোয় খুঁজে পায় বেদনার্ত কোনো মোড়;


আমি কি করছি? সত্যি জানতে চাও কি?
এইমাত্র বের হলাম অফিস হতে;
অফিসের যাঁতাকলে পিষ্ট হতে হতে, মাঝে মাঝে ভুলে যাই
আমারো আছে একটি প্রাণ;
যে প্রাণ চায় কবিতা, যে প্রাণ ভালোবাসে গান,
এবং তোমাকে নিয়ে ভাবার জন্য, চায় কিছুটা সময় অনুদান;
হয়তোবা চায় তোমার ছোঁয়া.... অথবা করে নাও অন্য অনুমান!
এসব কি ভাবছি আমি!
এই ভেবে বৃষ্টি মাখা ঠোঁটে দেই উষ্ণ ধুম্র টান;


প্লাবিত আমার প্রিয় শহর, সিক্ত হয়ে আছে সে,
আমিও করছি বৃষ্টিস্নান পথে পথে তার সাথে;
জুলিয়েট, তুমি মন দিয়ে পড়ো, সামনে যে পরীক্ষা;
ভেবো না তুমি একরত্তি, এই নিরেট বোকাটির কথা,
যে বৃষ্টিকে ভাবে তার প্রেমিকা, লেখে শত রীতি বর্জিত কবিতা;
আর ভাবে অহর্নিশ, একটি কালো মেয়ের কথা,_ অহেতুক;
জুলিয়েট আজ সে নিমগ্ন থাকুক, একা একা এই প্রিয় শহরে  
তৃষ্ণার্ত তার অস্তিত্বের শেকড়ে, মূর্ত বিমূর্ত বিহ্বল বৃষ্টিরা শুধু ঝরুক ।


(১৮.০৮.১৯৯৮)