তোর কবিতা কবিতা নয়, কাঁচা কলার কষ,
অনুদানের ঘুষ দিয়ে তুই, শাসন রাখিস বশ;
তোর কবিতা নীচু তলার, বন্ধ ঘরের তালা,
অখাদ্যে তোর অশীল কথা, ডাকিস্ কারে শালা?


পারবি কি তুই কোনোদিনই, ছুঁতে কবি'র আলো?
তোর মনেতে দারুণ ময়লা, উগ্রবাদী কালো!
রক্ষণশীল বেকুব শ্রেণী, হয়না কোনাে কবি,
হায়! ধর্মান্ধ আবার পড়ে, নজরুল আর ঐ রবি!


সত্য সুন্দর উদার হৃদয়, তোর হবে না কলা,
কবি'র রাজ্যে তোর উপহার, ভীষণ কানের মলা;
কার প্রেমের কবিতাকে মলিন করিস তুই!
জোটেনি তাই? মনের বিকার, ফুটাস হিংসা সূঁই;


তোরই মতো কাঁচকলারা, ছুঁড়িস প্রেমে কাদা,
ভিন্ন ধর্মে যুগে যুগে, প্রেম কি হয়নি গাধা?
তোর মতো গন্ডমূর্খ, কবি রাজ্যে কালি,
অবদমিত অসুস্থ্যতায়, করিস গালাগালি;


কাঁচকলা তোর ধান্ধা হলো, ছড়ানো উগ্রবাদ,
আরো ধান্ধা সমাজ মাঝে, ধর্মান্ধের আবাদ;
তোর কথারা আর কিছু নয়, ময়লা আবর্জনা,
বিকৃত তোর উগ্র মগজ,_ বিষাক্ত আর নোনা।


(০৯.০৫.২০২১)