কাঁচকলাটা কাঁদলো অনেক কাকের অসুখ জ্বরে
ডাকলো কলা বিরাট সভা সবাই জানার তরে
আমরা ভাবি হায়রে খোদা এ কি খারাপ খবর  
আটটি স্বরে কা কা করা কাকটি বড় জবর
কাকটা বড় দেশের প্রেমিক তাইতো ছিল জানা
রাজাকারের তেল মালিশে খুশিতে আট খানা
কাকটা এবার কলার কষে দেশদ্রোহী হালাল
হিপোক্রেসী কোম্প্রোমাইজে ঝাঁকায় এখন দালাল
ভন্ড কাকের ঢং দেখোনা মরে নাকি জ্বরে
প্রতিদিনই কানটা ফাটে কাকস্যতার স্বরে
টিটকারি আর ইতরামিতে শুনি শুধু কা কা
কাঁচকলা আর কাকটা মিলে দিলো বড় ধোঁকা
এই ব্যাটা কাক প্রতিদিনই কেনো কথার খোঁচা
ভন্ড জ্বরে এই দালালি কেনো করলি বোঝা?


(২৮.১২.২০২০)


ধরন: চতুর্দশপদী
ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)