সেদিন;
হঠাৎ যেন হয়ে পড়লাম খাপ-ছাড়া;
বন্দুক তলোয়ার অথবা ছোরা,
এসবের মতো হলাম না ভয়ংকর;
তবে ম্লান এক আলোর ভেতর,
যেন হারিয়ে যেতে লাগলো আমার সত্তারা;
অবাক হয়ে তাকিয়ে থাকলাম,
এ যেন এক অন্য জীবনধারা;
সব কিছু অচেনা, সবকিছু খাপ-ছাড়া;


সেদিন;
কেউ হয়তো দোষী করেছিল,
হয়তো দোষীই, তবুও দরকার ছিল,
একটুখানি প্রস্তুতির;
কিন্তু তার আগেই,
আচ্ছন্ন হয়ে পড়লো আকাশ
দুরদার ভেঙ্গে পড়তে লাগলো,
আমার জীবন স্তম্ভের মতো যতো আশ্বাস;
আর কলঙ্ক মাঝে, ঝাঁপ দিলো একে একে
একজীবনের সঞ্চিত সকল বিশ্বাস;


তারপর;
যেহেতু মানুষকে বাঁচতেই হয়,
খাপ-ছাড়া অস্তিত্ব আমার
খুঁজতে লাগলো একটুখানি সময়,
উপশমের তরে, আর সেই চেনা প্রান্তর;
যেখানে খুঁজে পাবো আবার, পুনঃজাগরণের প্রহর;
এবং জীবন পুণঃদখলের জন্য,
মৃতসঞ্জীবনীর মতন নতুন কোনো ভোর।


(০৮.০৯.২০২০)