বলো আমাকে, যুদ্ধবাজ মানুষ
প্রতিটি যুদ্ধে, প্রথমেই বলি কেনো হয় ’সত্য’,
সত্য কি স্বর্গ হতে প্রাপ্ত একটি পবিত্র শব্দ নয়


আমাকে কে বলে দেবে, যখনই আসে ক্রান্তিকাল,
কেনো হঠকারিতা মানবজমিনের দেয়ালে দেয়ালে
ফাটলের মতো দেখা দেয়


আমাকে এসে বলে যাও ঈশ্বরের দূত,
কেনো নারকীয় লোভ এখনও টিকে আছে,
কেনো মানুষের শরীরে শরীরে মদির বিষ ছড়ায়


এসে বলে দাও জিব্রাইল,
লঘুগরিষ্ঠ ইবলিশের দল কবে শেষ হবে,
শেষ হবে কবে, মানবতার তমসার কাল


মানুষের কান্না ঈশ্বরের কানে পৌঁছায় না,
ঈশ্বরের নীরবতা, আণবিক বিস্ফোরণের শব্দমাত্রায়
বিদ্ধ করে আমার বিদ্যমানতা


বিনম্র মানুেষরা, পৃথিবীতে সারাটা কাল, অসাম্য, অনাহার,
দারিদ্রে, ক্ষুধায়, অত্যাচারে কাটাবে শুধু কি মৃত্যুর পর
অনন্তকাল ধরে স্বর্গে পোলাও কোর্মা পাবে বলে,
ঐশী বাণীর এই ভরসার নির্দশন আমার কাছে মিথ্যা,
বিবেকানন্দ যেমন বলেছিলেন একদা


মরণশীল মানুষেরে দাও তুমি ক্ষমতা,
দেখো কিভাবে সে হয়ে ওঠে
ঈশ্বর!


দেশ থেকে দেশান্তরে, ক্ষমতালব্ধ মরণশীল মানুষের
সমষ্টিগত দলটির নাম রাষ্ট্রযন্ত্র
চোখে তার কিম্ভুত অন্ধত্ব,
শুধুৃ সে যা দেখে তাই সত্য, সে যা ভাবে, তাই কর্তব্য,
বিনা বাক্যে মাননীয়, ক্ষমতা উপড়ে ফেলেছে রাষ্ট্রযন্ত্রের
মানবতার চক্ষু


এবং জেনো,
সেই ইবলিশের দল,
মহাপ্রলয়ের দিনেও চালাবে তাদের নারকীয় ব্যবসা!


হে মোশি, শুনছো,
নেমে এসো ধরণীতে
চিৎকার করে তর্ক করো ঈশ্বরের সাথে
আমিও দাড়াবো তোমার পাশে,
তাঁরই গড়া শ্রেষ্ঠ জীব যদি হই, আমারও জানার অধিকার আছে
এ কোন মানবতায় বেধে রেখেছে ঈশ্বর আমাদের!


মসীহকে তুমি এনোনা সাথে, ভালোবাসা আমি
টুকরো টুকরো করে ছুড়ে ফেলেছি, আসমানী নদীর জলে।


(১৫.০৪.২০২০)


(* "In war, Truth is the first Casualty" - Aeschylus
* Symphony of Destruction - Dave Mustane, ১৯৯২
* “অন্ন! অন্ন! যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখিবেন - ইহা আমি বিশ্বাস করি না।” - স্বামী বিবেকানন্দ)