কবে টাঙাবে বিদায়ের শামিয়ানা ?
কবে সাজাবে রজনীগন্ধা ?
কবে জ্বালাবে আগর বাতি ?
কবে একদিন কথা আর বলবো না?


অনেক কথার পুড়িয়েছি প্রদীপ,
উড়িয়েছি অনেক কথার জোনাকি ;
জানি না কখনো শুনেছিলে নাকি ;
অনেক বোঝাতে চেয়েছিলে
বুঝিনি, আর আমিও বোঝাতে পারিনি ;
শুধু ভুল বোঝাবুঝির অকুল পাথার গড়েছি ;


তাই ক্ষমা করোনি কোনোদিন যেমন,
আজো কোরো না ;
বলেছি বারে বারে মনে পড়ে ?
শেষ নিঃশ্বাস যখন নীল দুটি পাখা পাবে,
উড়ে যেতে কোনো অজানা
নীল স্বর্গের দিকে;
খুব খুশি হবো সেই চলে যাবার ঠিক আগে ;


সেটা মনে কোরে চোখ থেকে  
এক ফোঁটা কষ্টের জল ফেলো না।


(০৭.০৯.২০২২)