কবি তো নিজের জন্যই কবিতা লেখে;


তারপর পাঠকের বমন-হজমগুলো দেখে;
অনির্বাণ আগুনের মতো পরোয়া না করে
কবি তার সৃষ্টির আরশে বসে
উদাসী মেঘের মতো অবজ্ঞায়
কবিতা একের পর এক লেখে;


কবি প্রশংসা পাবার হয়না চাতক;
ভাবে না সে আত্মপ্রচার ও কমপ্লেক্সে ভোগা
অন্য কোন্ কবি কিংবা কবিতা সমালোচক
বলছে কুটকথা, কাঙালের মতো লজ্জাহীন
সমালোচনায় নিজের দৌরাত্ম্য দেখাবার
ও সুনাম কুড়াবার উদ্যমের ফাঁকে ফাঁকে;

কবি দেখে না কোথায় কোন্ কুকুরেরা
তার মাংস ছিঁড়ে খেতে বসে থাকে।


(১৪.০৫.২০২২)