জীবনে যারা সামান্য চাহিদা বঞ্চিত
কবি ও কবিতা নয় তাদের জন্য ;
দু'বেলা ভাতের পর ঢেঁকুর তৃপ্তি,
প্রশান্ত সাগরের মতো অর্থনৈতিক শান্তি
যদি থাকে,
তবেই কবিতা হতে পারে সবার দাবী,
কবিরা হতে পারেন অগ্রগণ্য।


বৈষম্যের এই পৃথিবীতে
কবি ও কবিতার ছিচ কাঁদুনি
রূপকের বাহাদুরী অনুভূতির আবর্জনা
অযথা বেহুদা পণ্য ।


অতএব যে সংগ্রামী, যে সৈন্য
আমৃত্যু দূর করে দিতে চায় মানুষের দৈন্য
বিলাসী কবিদের চেয়ে
তারাই রক্ত মাংসের মহা কাব্যিকতা
কবিতার থেকে শত-সহস্র গুনে বাস্তব
ফলদায়ক ও অনন্য ।


রাজপথে নেই সংগ্রামেও নেই
যেসব কবিরা অধিকার আদায়ের জন্য,
নেই সশরীরে লাঠিপেটা খাবার
কোনো সাহসিক নৈপুণ্য,
যতই লিখুক নিভৃত ঘরের নিরাপদে বসে
মহা প্রতিবাদে শব্দ সুখের জঞ্জাল
বঞ্চিত জনতার কাছে
এইসব কবি ও কবিতার দাম শূন্য ।


---------------------------------------------------


(কবিরা তো নন দেবতা
যেন করা যাবে না সমালোচনা
তুলতুলে বিলাসী কবি হোক যতই ক্ষ্যাপা
বলেছি যা "রক্ত মাংসের কাব্যিকতা"
স্মরণ করি মুজিব অথবা মহাত্মা
ইতিহাসের আরো মহান নেতা
এঁদের সংগ্রামী বাণী সংগ্রামী ভাষণ
করে দেয় কবি হয়ে পড়ে কবিতা
অশিক্ষিত জনতা তারাও গ্রহন করে হৃদয়ে
সেই মহান কাব্যিকতা
ঝাঁপ দিয়ে পড়ে যুদ্ধ সংগ্রামে
হেসে আলিঙ্গন করে মৃত্যুকে
বৈষম্যের বন্দিদশা নাশ করে বারেবারে
অর্জিত হয় সমতা ও স্বাধীনতা।)


(১৬.১১.২০২২)