অসম প্রেমের উত্তেজনা,
অতলে প্রবাহ দুরু দুরু ভয়;
মাদকমাংসী প্রহর মাঝেও,
খুঁজবে সমতা; সে একসময়।


তরুণ-তরুণী ভেঙ্গে
দেবেই দেবে,মধ্যবয়সী হৃদয়;
মসৃণ ত্বক মাতাল ঘ্রাণে
আলোকিত কাব্য চরণে চরণে
গ্রহণে দহনে, নিয়তি ধার্য, পরাভূত ক্ষয়।


অথবা মধ্যবয়সী, অসম্ভব নয়,
ভাঙ্গে না তার ঘর; তবে
ভ্রম ভাঙ্গে তরুণীর চুরমার, নিঃসংশয়।


তারপরও কবি, একি ভুল, আশ্চর্য!
তোমার কি করে হয়?
বারে বারে কেনো জগত জ্বলে.
ক্ষুধিত লালসাময়;


দিতে পারি উত্তর!
তবে বুঝবে না যে এ লয়,
আরো বুঝবে না সমাজের বাতি,
কবি কুকীর্তি; শুনে যে মারদাঙ্গা বন্য হয়।


(১১.০৫.২০২০)


(*নিজে কবি বলে, বসালাম কবিকেই দোষ-নির্দোষের আসনে,
অন্যভুবনের যাকে ইচ্ছে বসিয়ে নিন, মিলে যাবে একেবারে!)