কবিতার সত্তা কবিতার সত্তা,
কত যে খূঁজেছি নারীর হৃদয়ে;
স্কুলের কৈশোরে কলেজ প্রাঙ্গনে
ভার্সিটির আঙ্গিনায় অফিস অঙ্গনে;


কখনও সখনও হয়তোবা কিছুটা,
                              ঝলক দেখেছি;


তবে পরিশেষে সবকিছু যেন,
শুষ্ক!, হিসাব-নিকাশের পরিমাপেই পেয়েছি;


তারপর প্রতিবার ম্লান হেসে,
নারীর সে কবিতার মতো মনটাকে,


কবিতার শরীরেই আজীবন ফলেছি।


(২৫.০৮.২০১৮)