"উজ্জ্বল জীব"


সাদা রঙ একটি বাড়ীর ছাদের আলসেতে দেখলাম,
দু'টো উজ্জ্বল জীব; এরা সাধারণত নারীই হয়;
তাদের হাতে ধরা ছিল কিছু, অপূর্ব ভঙ্গিমায়;
আমি গোপনে তাদের একটি ধিক্কার উপহার দিলাম,
আর আশ্চর্য, তাদের প্রেমেও পড়ে গেলাম একিসাথে;
হয়তো ধিক্কারটি দিলাম জেনে এই, ওরা আমার প্রেমে
পড়বে না; আবার আমি যে প্রেমে পড়বো, সেটা যেন
অত্যন্ত স্বাভাবিক; একটি সাদা বাড়ীর ছাদের আলসেতে,
দেখলাম দু'টো উজ্জ্বল জীব দাঁড়িয়ে;
আমি ওদের দেখে মুগ্ধ হলাম, তবে ওরা কখনো মুগ্ধ হবে না;
কেননা ওদের উজ্জ্বলতাগুলো আসে, একধরণের রমণীয় অহংকার থেকে।


(২৫.০১.১৯৯১)


"আমি অপেক্ষা করি"


অদিতি যখন আমার দিকে দেখিয়ে জিজ্ঞেস করলো,
"রাহেল, ঐ ছেলেটি কে?" আমি সংকোচে আনত হলাম;
তবুও আকাঙ্খা হয়েছিল, অদিতি আমার কাছে এসে
বলুক, "তোমার নাম কি? তুমি এত লাজুক কেনো?"
সে আকাঙ্খা পূরণ হবার নয়;


হ্যাপি যখন ডেকে বলে, "কথা ছিল কিন্তু আজ নয়, পরে বলবো";
সেই সময়টার অপেক্ষায় আমি কাটাই কল্পনার দিন,
সে সময় বা হ্যাপি, কেউ ফিরে আসে না,
আমার না শোনা সে কথাগুলো বলতে;


মামুনরা যখন সুস্মিতাদের সাথে হাঁটু ভেঙ্গে বসে আড্ডা দেয়,
তখন আমার আমিকে ভাবি দলছুট, বড় একা ও নিঃসঙ্গ;
ওদের কেউ তো এসে জোর করে বলে না আমাকে,
"এখানে কি করছিস একা একা, আয় আমাদের সাথে, তুই যে কি?"


আমি অপেক্ষা করি, সাবলীল অদিতির জন্য,
আমি অপেক্ষা করি, নম্রতায় উজ্জ্বল হ্যাপির জন্য,
আমি অপেক্ষা করি, মামুন আর সুস্মিতাদের জন্য,
আমার অপেক্ষার শেষ হয় না,
কেননা ওরা আমার অপেক্ষা কখনো করে না।


(০৯.০২.১৯৯১)


(আমার অতিসদ্য কৈশোর পেরোনো আবেগের কথামালা মাত্র! সৎভাবে পাঠ ও মন্তব্যের দায়ভার সম্পূর্ণরূপে কবি বন্ধুদের!)