"সিনথিয়া ১"


সিনথিয়া, আজ প্রথম তুমি আসলে আমার ঘরে;
আলাপ হলো অবশেষে, কোনো অদৃশ্যের মাঝে বহু প্রার্থনা রাখার পর;
আমার অতি যত্নে রাখা গ্রন্থমালা থেকে, একটি বই চাইলে তুমি;
তোমাকে 'না' বলার ক্ষমতা আমাকে কেউ দেয়নি;
সাদা কবুতরের মতো গোলাপী ঠোঁটে, তুমি মিষ্টি হাসলে!
এত অপরূপ তুমি, তোমার রূপে আমাকে বিষণ্ন করে দিয়ে,
                                             তুমি তারপর চলে গেলে;
সিনথিয়া, এই ঘর, ঘরের সমস্ত কিছু এবং আমি,
তোমার ফিরে আসার প্রতীক্ষায় থেকে গেলাম;
তুমি এসো কিন্তু আমার বিষণ্ন ঘরে আবার;
সিনথিয়া, অনেকের কাছে দুঃখ পেয়েছি,
সেসব কষ্ট আমার সহ্য ক্ষমতার মাঝে নিবিড় সব নীল স্মৃতির ফুল;
তবে আমি চাই না,_ তুমিও ঐ নীলেদের সারিতে আরো একটি স্মৃতিপুষ্প হও;
হও হতাশ হৃদয় সৃষ্টিতে বাধ্য করা কোনো নির্মম কিশোরী;
তোমার ঐ মিষ্টি উজ্জ্বলতার মাঝে, আমি যে হারাতে চাই নিজেকে;
সিনথিয়া, আমি ভালোবেসে ফেলেছি তোমাকে।


(১২.০২.১৯৯১)


"সিনথিয়া ২"


সিনথিয়া তুমি ফিরে এসো; ফিরে এসে বসো আমার শিয়রে;
রাখো হাত আমার কপালে, আমিও এলিয়ে দেই তোমার কোমল উরুতে
আমার একটি হাত দ্বিধাহীন; এসো কাটিয়ে দেই কিছু নিঃশব্দ ক্ষণ, সময়;
আমার সারা বিছানা জুড়ে শুধু একঘেয়েমির বাস; জানালা গলে বিকেলের আলো
আমাকে করে তোলে আরো বিষণ্ন, ব্যথাতুর; বেদনার প্রতিধ্বনিদের চারিদিকে
আমি শুনতে থাকি নীরব, নিশ্চুপ; সিনথিয়া এসে বসো আমার শিয়রে;
কপালে রাখো অপূর্ব শুভ্র হাত; নিশ্চুপ থেকেও তুমি শােনাবে বেঁচে থাকার
আনন্দ আর প্রেমময় পৃথিবীর কথা; সিনথিয়া, ইচ্ছে করে বাদ রেখো,
এ জীবনের কালো দিকগুলো; আমি এখন বাঁচতে চাই! আমি জানি সিনথিয়া,
তুমি এখন তোমার অপূর্ব ঠোঁটে উচ্চারণ করবে, আমাদের অপূর্ব জীবনের কবিতা;
তুমি ফিরে এসো সিনথিয়া।


(১০.০৩.১৯৯১)


"সিনথিয়া ৩"


উৎসবের পর সব শান্ত হলে, সিনথিয়া তোমাকে মনে পড়ে;
উত্তেজনার পর ক্লান্তি এলে, সিনথিয়া তোমাকে মনে পড়ে;
তুমি ভাবাও আমাকে সারাক্ষণ, তোমাকে নিয়ে কবিতা লিখতে
বাধ্য হই আমি; হাজার প্রশ্নের উত্তরেও তুমি থেকে যাও রহস্যময়!
তাই বোধহয় আরো বেশী ভালোবাসি,
                 যে ভালোবাসায় বেদনার বংশবৃদ্ধি হয় দ্রুতগতিতে;
সিনথিয়া তুমি কি জানো, অপেক্ষা কত কষ্টের? তোমার ঐ অপূর্ব দু'টো
গোলাপী ঠোঁটের আকুলতা দেখতে, আমাকে আর কতকাল কাটাতে হবে
নির্লজ্জ অপেক্ষায়; সিনথিয়া তুমি ফিরে এসো, তোমার সব আকুলতা নিয়ে;
তোমাকে কাছে পেলে কবিতাদের কোনো প্রয়োজন থাকবে না;
তুমিই হবে সতত পরিবর্তনশীল অপূর্ব সব কবিতা;
তোমাকে হাতের মুঠোয় নিয়ে আস্বাদ নেবো, পৃথিবীর সব কবিতার!
সিনথিয়া, এক জীবনে কখনো কি দেখা হবে না আবার ?


(১৭.০৩.১৯৯১)


(আমার অতিসদ্য কৈশোর পেরোনো আবেগের কথামালা মাত্র!)