"শীতল বাতাস"


শীতল বাতাস প্রবাহিত হয়ে চলেছে
তোমার নামটিকে সাথী করে;
তুমি চলে গেছো এত আগে!
তবু স্মৃতিরা আজো আমাকে বিস্মিত করে রাখে;
শীতল বাতাস প্রবাহিত হয়ে চলেছে,
প্রবাহিত হচ্ছে মৃদুমন্দ;
আমি কি তোমার হৃদয় ভেঙ্গেছিলাম? মনে তো পড়ে না বন্ধু;
মনে পড়ে শুধু দ্বিধা, আর মনে পড়ে শুধু দ্বন্দ্ব;


আমি জানি না তুমি কোথায় আছো?
এই শীতল বাতাসের প্রবাহে তুমি কোথায় প্রবাহিত হচ্ছো?


শীতল বাতাস প্রবাহিত হয়ে চলেছে
এবং আমার অনুভব জুড়ে শুধু নীল;
"জানালার পাশে তুমি" চোখের ছবিতে আঁকি,
চাঁদের আলো ঝরছে তোমার ওপর অনাবিল;
বিশ্বাস করো প্রিয়, আমার ভালোবাসাটি ছিল সত্যি,
কাটিয়েছি কি অপূর্ব সময় আমরা, কোথায় তুমি?
তুমি চলে গেলে, স্বপ্নগুলোও তোমার পিছু নিলো,
এখন আমার একাকী বেঁচে থাকাকে, জ্বালাচ্ছে খুব নিঃসঙ্গতাগুলো;
তুমি কোথায় আছো প্রিয়, আমি যে খুঁজে চলেছি ঠিকানাগুলো।


(০৩.১০.১৯৯১)


"হারিয়ে যাবার গান"


আমার চারপাশে বেদনা ঝরে পড়ে,
যখন শুনি প্রিয় বন্ধুদের আর্তনাদ;
"থাকবো না আর এ পোড়া দেশে,
সব ছেড়ে চলে যাবো;"
চলে যাবার জন্য আমারও ডানা জন্মে,
কিন্তু ইচ্ছের কাছে তার হয় হার;
কোনোদিনই কি কাটাতে পারবো না
এ মায়া, সর্বনাশী!
বিকেলের আলোতে যখন আমি,
ভালোলাগা বিষণ্ন মনে হাঁটি রাস্তায়;
চোখে পড়ে তরুণীরা অপূর্ব ভঙ্গিতে কথা বলে;
কেবলই মনে হতে থাকে
ওদের ভালোবাসা পাওয়া হবে না এক জীবনে;
তখন আবার অভিমানে মাথা উঁচু করে,
চলে যাবার সুদৃঢ় ইচ্ছেগুলো,_ দূরে কোথাও, দূরে।


(১২.০৮.১৯৯১)


(আমার অতিসদ্য কৈশোর পেরোনো আবেগের কথামালা মাত্র!)