এক ফোঁটা জমি বাকি নেই !
সমস্ত দখলে নিয়েছে কল্পলোকের কুঁড়েঘর;
চারিদিকে শুধু বিবিধ ঈশ্বর,
মানবতা শরীরের রক্ত শুষে নেয়া
গুচ্ছ গুচ্ছ অনুচর;


নিশ্চুপ কেউ থাকতে পারবে না;
নীরব নিমগ্ন থাকার নেই যে কোনো অধিকার
মধ্যবর্তী কোনো অক্ষপটে,
মানবতার শেষ শ্বাস টুকু ধারণ করে বুকে ;


তুলে নিতেই হবে যে কোনো চিৎকার,
কল্পনা প্রসূত শত্রু বিগ্রহ পশ্চাতে নির্বিকার
ছুটতে হবে নিরন্তর প্রশ্নহীন পুতুলের মতো;
তা নাহলে সহ্য করে নিতে হবে,
প্রাচীন পুঁথিতে নির্দেশিত
                   বহুবিদ বাহাদুরির নিগ্রহ;


কোথাও দেখা দেননা বিবিধ ঈশ্বর!
তবু দেখা যায় অগণন প্রতিদ্বন্দী দেবতাদের
                           দেবতাশূন্য ঘর;
আর দেখা যায় মানবতার দেহভোজে উন্মত্ত,
পৃথ্বী-ব্যাপী গুচ্ছ গুচ্ছ
                   কল্পগ্রন্থের কীটানুচর ।


(13.01.2021)


(* উৎসর্গ : কবি মুকুল সরকার । সহজ সরল সৎ হৃদয়বান এবং অত্যন্ত বন্ধুবৎসল একজন কবি। ছোটকাল থেকে জীবন সংগ্রামে লিপ্ত । বহু গুণের অধিকারী, শুধু কবিতাই লিখেন না, তিনি গীতিকার, সুরকার এবং সংগীত শিল্পীও। রবীন্দ্রনাথের একনিষ্ঠ ভক্ত । সুন্দর আলোচনা করতে পারেন, তার প্রমাণ, সমৃদ্ধ বেশ কিছু আলোচনা আমাদের আলোচনা বিভাগে । এছাড়া, তার সবচেয়ে বড় চারিত্রিক সৌন্দর্যটি হলো, তার দৃঢ় মানবতাবাদী জীবন দর্শন । তার ধ্যানে জ্ঞানে জীবন যাপনে আছে মানবতা ধর্ম, তিনি সে যৌক্তিক ধর্মের নিবিষ্ট ধারক, প্রচারক এবং সাহসী সৈনিক। এই বিদ্রোহ কবিতা লিখে রেখেছিলাম, প্রিয় কবি বন্ধু আপনার জন্য, আপনার জীবন দর্শনের প্রতি শ্রদ্ধাস্বরূপ। আপনার সুন্দর আনন্দময় জীবন এবং আপনার আরাধ্য "মানবতা ধর্মের পৃথিবী" একদিন সত্যিকার আগমনের জন্য আন্তরিক শুভকামনা ।)