ধরো, আজ এই ছোট নিঝুম পুকুর পাড়ে
যে দুঃখটি তুমি দিলে,
সাথে মেশালে বিসর্জনের অপমান;
নিবিড় প্রেমের এ অরণ্য তুমি
মুহূর্তে পুড়িয়ে দিলে
বানালে আমার অযোগ্য অনুরাগের মৃত গোরোস্থান;


তারপর যখন যাবো আমরা সমুদ্র কিনার,
জানি দেখা হবে না তেমন আর,
তবু এই দুঃখই তো নিয়ে যাবো
তখনো তা থাকবে ঘিরে!
সমুদ্রের ঢেউ দেখে শিখে নেবো আরো সহজেই  
কিভাবে সুউচ্চ অভিমান শুধু প্রবল নিমগ্ন আছড়ে পড়ে;


তখন এই দুঃখ আমার এঁকে যাবে সে সমুদ্র ক্যানভাসে
প্রগাঢ় দুখের আরে গভীর আল্পনা,
আর সেই দুখের নিয়তিকেই ভালোবেসে
জেনো তুমি, কথা আর কখনো বলবো না।


(২১.০৫.২০২২)