কথা বলেনি রাজকন্যা,
কথা বলেনি আজ;
গিয়েছিল সে কোন রাজ্যে
কি ছিল এমন কাজ!


ভুলে গেল সে কেমন করে,
কেনো হলো সে উদাস?
অবহেলা দিল এ হৃদয়ের ঘরে,
ব্যথা দিল এক রাশ;


মাঝে মাঝে রাজার কন্যা
হয়ে যাও খুব চুপচাপ;
তখনই শুনি পৃথিবীটা শুধু
দিচ্ছে আমাকে অভিশাপ;


শুনিনা যেদিন মিষ্টি কন্ঠ
কর্কশ হয় পথঘাট;
শান্তি দেয় না কোনো কবিতাই
যতই করি না পাঠ;


বেসামাল এ পৃথিবীটা আজ
জীর্ণ করেছে জীবন;
তোমার কথা শুনিনা যেদিন
ভেঙে পড়ে যুদ্ধরত মন;


মিনতি হে রাজকন্যা
কথা বলতে ভুলে যেও না;
বেঁচে আছি আমি যেটুকু আজ ,
তাতে মৃত্যুর সুর দিও না ।


(08.09.2021)