পৌঁছেছো কি বাড়ী?


কী করে পারি? এখনও আটকে আছি জ্যামে;
এমন শহর_ জানি না আর আছে কিনা ধরাধামে!
আর তোমার ঘর, সে তো দূর ভুবনের 'পর;
ওদিকে মা ভাবছে, ছেলের নেই কোনো খবর!


বাঘবন্দি হয়ে আটকে আছি খাঁচায়;
চারিদিকে আরো নিঃসঙ্গ সম্রাট_ অমূল্য খনিজ পোড়ায়!
সমাজতন্ত্র হলে_ পঞ্চাশ পঞ্চাশ করে,
তুলে দিতাম সব রাজাদের, এক একখানা বাসের বহরে,
জ্যামের শহর, ব্যক্তিগত বহর, এত শত গরিমা দিতাম গুড়ো করে;


আচ্ছা তুমি কোন তন্ত্র ভালোবাসো, বলনি তো কখনো;
যদি আসে সুসময় আমাদের, তুমি বিপ্লবী হবে,
বসিয়ে দেবে রাণীতন্ত্র?
জারি করবে কি আদেশ, তোমার সম্রাজ্ঞী দন্ড,
“তৈরী করো আমার উপাস্যে অব্যর্থ শ্লোকমন্ত্র,
অহোরাত্র এবং আমরণ;
যেমন করতেন জ্ঞানান্বেষী কৃষ্ণ-দ্বৈপায়ন!”


রাণীতন্ত্রের তোষণনীতিতে, ভেঙ্গে পড়বে কি তখন,
আমাদের সাম্যবাদী প্রেম_ আর সুষম কথোপকথন?


(০৪.০১.২০২১)