মাঝে মাঝে তোমার খুব বাড়াবাড়ি?


বাড়াবাড়ি? কোথায়!
সে তো পরেছো বলে হেডমিস্ট্রেস শাড়ি!
আর মুখখানাও মানিয়ে হলো রাশভারি;
আর খােঁপাটাও যেন ঋদ্ধ এক বুনোট;
আর অপূর্ব হেডমিস্ট্রেস ঠোঁট,
পরিচিত_ তবে আজ নিপাট রুদ্ধদ্বার,
দুঃসাহসী ছাত্র হলেও পাবো না অধিকার;
শাড়ীর প্রান্তে দু'পায়ের পাতা,
যেনো দু'টো পূর্ণিমা, অথবা_ হুম! সুনীলের কবিতা;
কপালের কালো ঐ টিপ, যেন আমার নির্বাসনের দ্বীপ,
চাই যে তাড়াতাড়ি!
তাই তো প্রাণে আজ হুড়োহুড়ি_ কত অনুভবের,
হলই বা খানিক, একটু বাড়াবাড়ি!


তুমি কাছে এলেই_ জীবনকে দিতে পারি আড়ি,
দিতে পারি অসাড় কথাদের খুব বকে,
তুমি আছো বলেই, আছে কিছু রঙ,
আর আছে অন্য এক ভুবন_ যেখানে পালাতে পারি;


অন্য সময়ে মাঝে মাঝে আসে ভাঙ্গন,
যখন পারিনা রুখতে অন্ধ শিকারি,
আসে অন্ধকার, ভাঙ্গে জীবনের পাড়_ আর আমিও;
শুধু ভেঙ্গে পড়ি, শুধু ভেঙ্গে পড়ি.......


এ কি হেডমিস্ট্রেস! কাঁদছো যে ভারি!
সরি! সরি! অবশেষে সত্যি করেছি বাড়াবাড়ি!
ঝকঝকে ছিল আকাশ, এনে দিলাম মেঘ বৃষ্টি বারি!


(০৪.০১.২০২১)