ধর্মান্ধ এক কুষ্মান্ডের কথা
বলেছিলাম একদিন;
আজ খুঁজে পেলাম আরেক,
বিশ্ব জুড়ে তিনি ছাড়া
সবাই মোনাফেক;


বাহা রে! সবাই মোনাফেক;


নিষ্কর্মার ধাঁড়ি,
কাজ কর্ম নাই;
সারা দিন জুড়ে চর্চা চলে
ধর্মান্ধ মগজ ধোলাই;


কুষ্মান্ড এই নকলবাজ
শুধু যে যায় কাব্য গড়ে
অন্যেরটার লেজুর ধরে!
নামকরণও গিলে ফেলে!
একটুও কি লজ্জা নাইরে!


কবিতার শুদ্ধতা কি?
কুষ্মান্ড তা জানে কি?
একজনাতে লেখে কি
আর ধর্মান্ধ বোঝে কি!
এভাবেই যে দেখতে হয়
ধর্মান্ধের আহাম্মকি!
আকাট মূর্খ জানে চিৎকার
শুধু মোনাফেকি মোনাফেকি!
৭১ এর নামতা পড়া
রাজাকারের মনোবৃত্তি!
চাপে অন্ধকারে ধর্মান্ধ ঢেঁকি
আর অচলতার বাচাল হুমকি!


হাজার মাইল দিয়েছে পাড়ি
পেয়েছে যে নির্বোধের তালি
তাই ক্ষান্তি নাই ইবলিশামির;

এভাবেই দুনিয়া চলে - ধর্মান্ধ আহাম্মকির ।


(২৭.১০.২০২০)