(১)


ধর্মান্ধ কুষ্মান্ড এক বেহায়া,
মানুষকে শুধু ডাকে কুকুর;
আমরা শুনি, দেই হাততালি
কেননা, উগ্র গন্ডমূর্খ,
হাতে তার শেয়াল ধূর্ত ধর্মান্ধ মুগুর!


(২)


ধর্মান্ধের কল্পিত দুনিয়ায়,
সারমেয় সম ধ্বনিরা,
যেন কবিতা হয়ে যায়;
সেই সারমেয় সম ষড়যন্ত্রী
কবিতায়, ধর্মান্ধ কুপমুন্ডক
মুগুর চালায় গন্ডমূর্খ বর্বরতায়।


(৩)


সমাজের কুষ্মান্ড কোনো বেশরম
শুধু জানে টিটকারী;
গীতিকার শুদ্ধতা ভুলে
স্বভাবের বদ কলঙ্ক মেখে
মান্যজনে করে অপমান,
তার সাথে শয়তানের চামচাগিরি।


(১৪.০৭.২০২০)