এই নাও মানচিত্র! কার!
তোমার দেশের আর তার স্বাধীনতার;


এই নাও সংবিধান! কার!
তোমার আর আম জনতার, যা কিছু নাগরিক অধিকার,
এবং যে চালায় অপশাসন তোমারই স্বদেশী স্বজাত, তারো;


এই নাও বিদ্রোহ! কেনো! যে জন্য তুমি চিৎকার করছো!
ঐ দেখো রাজপথ, হেঁটে যাও, ব্যারিকেড আর বুলেটের সামনে
সাহস যদি থাকে, বুক পেতে দাও;
তোমার স্বদেশী স্বজাত কোনো অপগন্ড যদি করে দুঃশাসন, তার মসনদ
ভেঙ্গে চুরমার করো, তাকে রাজপথে টেনে নামাও, নির্মূল করো,
অথবা, জালেমের যুগ অবসানে সহস্র রাত্রির প্রার্থনায় বসে পড়ো;


তবু,
ঘরের অন্দরে বসে নপুংসক নাকি কান্না কাঁদবে না
দেশের মানচিত্র স্বাধীনতা আর তোমার ব্যক্তিক স্বাধীনতা
দুটোকে গুলিয়ে ফেলে নির্বোধের মতো
নিজ দেশের মানচিত্র স্বাধীনতাকে অপমান করবে না!
একবাক্যে-একিসাথে স্বদেশ শত্রুর মতো উচ্চারণ করার স্পর্ধা দেখাবে না;


স্বার্থপর দেশদ্রোহীর মতো বলবে না
"দেশ স্বাধীন হয়ে কি লাভ হলো, কোথায় আমার স্বাধীনতা!"
"দেশ স্বাধীন হয়ে কেন আমি পরাধীন!"
তোমার এই অশ্লীল বিলাপ, নিতান্তই অর্থহীন!
তার মানে কি এই!
তুমি হতে চাও আবার বিজাতীয় বেজাত প্রভুর পদতলে আজ্ঞাবহ দাস,
বিশ্ব বেকুবের মতো চাও জানোয়ারের থাবার নিচে আবার সে অধীনতার ফাঁস!
তাহলে তুমি খাস বেঈমান ছাড়া কিছুই না;


নির্বোধের মতো কথা বলবে না, অবোধের মতো কবিতা লিখবে না!
দেশের মানচিত্র স্বাধীনতার গর্ব, তার পবিত্রতা আর স্বাধীন দেশে
তোমার ব্যক্তিক স্বাধীনতা দুটোকেই লজ্জাষ্কর ধুলোতে মেশাবে না;


স্বাধীন দেশে স্বাধীন নাগরিক আমি, না খেয়ে মরে যাবো,
স্বাধীন পতাকায় মুড়িয়ে
স্বাধীন মাটির কবরে নামিয়ে দেবে স্বাধীন দেশমাতৃকা
তবু এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমার দেশের যে স্বাধীনতা
তাকে কখনোই আমি একবিন্দু অপবিত্র করবো না।


(১৭.০৮.২০২০)