“জেরিনপাঠ ৩১”


তুমি সুন্দর ছিলে আজ,_ আমিও ছিলাম সুন্দর;
আজতো কাছে আসবোই, কে আর দেবে বাধা?
বৃষ্টি এসেছিলো, তারপর পালালো,
ভিজেছি, হেঁটেছি আমরা অবহেলায়;
তুমি ভালোবেসেছিলে আমার হাত,_ বলেছিলে কি সুন্দর!
আমি ভালোবেসেছিলাম তোমার পায়ের পাতা,
বৃষ্টিস্নাত আলোয় মাখনের মতো হলুদাভ সে রূপ!
সুনীল-নীরার সিঁড়ি, অবধারিত প্রগাঢ় চুম্বন,
ভালোবাসি উচ্চারণ, আর করেছো আলিঙ্গন;
শুধু আলিঙ্গনে থাকিনি থেমে, এঁকেছি গালে, স্নেহশীল বিদায় চুম্বন;
তুমি সুন্দর ছিলে আজ, আমিও ছিলাম সুন্দর!
কাছে এসেছি, আসবো বলেইতো,
                     বাধা দিতে পারেনি কোনো অসুন্দর।


(অক্টোবর ২৭, ২০১৬)


---------------------------------------------------------------


“জেরিনপাঠ ৩২”


আমি আমার একলা ঘরে, যেমন থাকি;
বাইরের রাস্তায় দু’দল পান্ডা লেগে গেলো ধুমাধুম!
তোমাকে মুঠোফোনে ডাকতেই শুনলাম,
তুমি হাঁটছো পথে, শান্তিনগরে;
কেমন যেন লাগছে, কেন নেই আমি সেখানে?
হাঁটতে চাই না, আমি শুধু দেখতে চাই;
কোথায় যাচ্ছে সে, হারাচ্ছে কোথায়?
কেমন করে সে পথ চলে,_ পথের ভিড়ে?
কোন গলি ডেকে নিয়ে লুকোয় তাকে?
কেমন করে ডাকে,_ "রিকশাওয়ালা"?
সংসারে শুধু শুধে যাচ্ছো ঋণ!
আগমনী শীত-বিকেলের দৃশ্যপটে,
কোন সে বিষন্ণ ছবিটি হয়ে ওঠো তুমি জেরিন?


(নভেম্বর ১১, ২০১৬)


----------------------------------------------------------------


“জেরিনপাঠ ৩৩”


এতদিনের ‘না’ পাওয়ার দরজা খূলে যেতেই,
এতটা অস্থির হবো মাত্রা ছেড়ে!
আর তোমার এতদিনের বন্ধ দুয়ার,
তুমি আবার খুলে দিতেই,_ হুড়মুড় সব হোঁচটের পর,


মাঝে মাঝেই আমরা হচ্ছি স্তব্ধ,_ বাক্যহারা!
আবার ঝড়োবেগে ছুটে যাই একে অন্যের প্রতি;

অসুখী জন্মদিনের শুভেচ্ছা দিলে প্রভাতে,
আবার কেঁদে ফেলে জন্মদিনে সিএনজি তে,
রেঁস্তোরায় অবশেষে জানালে,_ সে গভীরতা নেই আমার,
                                    এসব আবেগ বুঝে নেবার;


আমাদের এই অমল প্রেম,_ ফেলেছে কি দুর্বিপাকে?
এ প্রেম আমাদের কোথায় নিয়ে যাবে?
এ সব সংঘর্ষ, ছন্নছাড়া জেদ অভিমানে,
                                       অনুমতি প্রার্থনায়,
সত্যি কি পাবো একদিন তোমাকে?
বলবে কি জেরিনপাঠ, কাকে জিজ্ঞাসা করা যায়?


(ডিসেম্বর ০৩, ২০১৬)