(মেঘ)


মেঘ; বলো গিয়ে তারে,
শুভ্র শলাকার মেঘে,
সে যেন ওড়াওড়ি না করে;
কষ্টক্লান্ত রজনীতে,
সে যেন পোড়ায় না আর,
অযাচিত যন্ত্রণাতে।


(রমণী)


রমনী; তুমি যে
প্রেমিকা অর্ধাঙ্গিনি,
জায়া ভগ্নি আমার জননী;
আমার কবিতার রাজেন্দ্রাণী,
তুমিই আমার পূর্ণতা জানি,
তুমি বিনা মৃত্যুর মতো জীবনখানি।


(২৮.০৬.২০২০)
(৩০.০৬.২০২০)