মেঘবতীর দেশে, উঠলাম আমি হেসে;
পাশ থেকে কে, বললো একটু কেশে,
কেউ পরে না মুখোশ, কেউ নেই ছদ্মবেশে;
ওড়ে পুণ্য ধূপ, নেই তো অন্ধকুপ,
সাত হৃদয়ের সুর, এক তরঙ্গে ভাসে;


মেঘবতীর দেশে, হঠাৎ উঠলো ঝড়,
বাড়ে মেঘের ওজন, বাড়ে শনির ভর;
সবার হাসি কেড়ে নিলো, লুব্ধ কন্ঠ স্বর;
পাশ থেকে কে, বললো ভয়ে কেঁপে,
মাঝে মাঝে দৈত্য নামে, মেঘবতীর 'পর;


মেঘ-বতীদের দেশে, জীবন শুধু হাসে;
সবাই সবার মনের ভুবন, স্বাধীন ভালোবাসে;


এমন দেশে দৈত্য কারা? কারা সর্বনেশে!


(০৮.০২.২০২১)