সদা সত্য কথা বলিবো
          তবে মিথ্যেই বেশী বলি
সদা সৎ পথে চলিবো
          অথচ অসৎ পথেই চলি ।


সবাইকে ভালোবাসিবো
          বলে, বিবাদ করে মরি
ফুল হয়ে ফুটেছিলাম
          ভুলে তা সহজে ঝরি ।


ধর্মকে সভায় মহান করি
           তারপর করি ব্যবসা
দিনে সেমিনারে মানবতাবাদী
           রাতে মদে চুর বেশ্যা ।


"জনদরদী" বক্তৃতা মেরে
           দু'হাতে লোপাট অর্থ  
নির্বাচনে ভোট চুরিটা আজ
           গণতন্ত্রে মহা শর্ত ।


জীবনের যত মহা বাণী আছে
            বলাতে রাখি না দ্বিধা
তবে কথাটি হলো কুকুরের লেজ
            কখনো হয় না সিধা ।


ন্যায়ের কেতন উড়াই হাতে
            তবে অন্যায় হয়না বাধা
শেষ কথাটি হলো মানুষ চরিত্র
           মেটে না যে তার ক্ষিধা ।।


(২১.০৪.২০২২)


(এমন কবিতা হাজারো লেখা হয়েছে। এর ওপর তেমন ছন্দ মেলাতে পারিনি। তাই আমার কিছু কবি বন্ধুকে মন্তব্যে পরিশ্রম না করতে অনুরোধ করবো। শুধু, "সঠিক বা সুন্দর বলেছেন" এই টাইপের কিছু লিখলেই আমি খুশি হবো।)