১.


প্রেমের স্পর্শে যদি না থাকে লোভ, তবেই তা সর্বশ্রেষ্ঠ;
তুমি বলেছিলে আমাকে,_ আছে এক স্বর্গ মিশ্রিত আস্বাদ;
জেরিন, তুমি উপহার দিলে ঠিক তাই, সিঁড়ির প্রান্তে!
আমি পেলাম পৃথিবীর সবচে' পরিশুদ্ধ এক স্বাদে
                                  নিমগ্ন অবগাহনের আলোড়ন;


তোমার নস্টালজিক সরকারী সিঁড়ি হয়ে গেছে আজ
                                            সুনীল আর নীরার সিঁড়ি;
কি করেছিলো বা বলতে ভুলে গিয়েছিল সুনীল, ভুলে যেতে চাই;
আমার ওষ্ঠে এসেছে স্পর্শ, জেরিন তোমার, তোমার সিঁড়িটি
অবশেষে ভেঙ্গে দিলো অভিশাপ;
নারীর জন্য, আমি যেন পুরুষ আবারো প্রথমবার!
স্পর্শ পেতেই কেঁপে গেলো আমার সমস্ত অস্তিত্ব,
অপার মুগ্ধতায় ভুলে যেতে পারতাম পারিপার্শ্বিকতা,
ভুলিনি, ভুলবো না কোনদিন, তোমার অসম্মান হলে জেরিন,
আমি ঝাঁপ দেব যে কোনো মৃত্যুর মুখে, যেটাই পাবো সম্মুখে;


২.


আমি বহুদিন খুঁজছিলাম একটি গাঢ় নীল রঙের ফুল;
কেউ খুঁজে দিতে পারেনি, কেউ দেখাতে পারেনি;
তুমিই চেনালে "ওই যে ফুটে রয়েছে নীল অপরাজিতা";
তুমি আমার শুষ্ক মরুময় জীবনে হঠাৎ মরুদ্যান,
                                       তার জল আর ফল;
দেখাতে এসেছো, জানাতে এসেছো, বোঝাতে এসেছো,
                             দিতে এসেছো অনন্য সব আস্বাদ;


হাঁটছিলাম দু'জনে বেইলী রোড;
অকস্মাৎ এক দমকা হাওয়া থমকে দিলো আমাদের!
যেন নিমন্ত্রণ তোমার আমার!
অবারিত একটি দ্বার দিয়ে উঁকি দিতেই দেখি
                                  এক টুকরো সুন্দর ফুটে আছে;
পুকুর ঘিরে তাল-খেজুর-কদম গাছের জড়াজড়ি!
বাতাসের আদরে পুকুরের জলে তিরতির ঢেউ,
                                        মাছেদের জোটবদ্ধ ক্রীড়া;


টাইলসে বাঁধানো বেদী পুকুর পাড়ে, ভেঙ্গে দিলো আমাদের দ্বিধা;
সূর্যও চলে গেলো ইচ্ছে করে মেঘের আড়ালে,
                               আমরা ফেরাতে পারিনি এই আমন্ত্রণ;
কেটে গেলো দুপুরবেলা পাশাপাশি, অনেকটা-ক্ষণ,
                                             কতনা নিবিড় আলাপনে;


সবচেয়ে ভালো লেগেছিলো,
তুমি ভালোবাসতে শুরু করেছো আমায় শঙ্কাহীন;
প্রান্তরের একজন প্রহরীদের কাছে ধরা পড়ার পরও!
তুমি দিতে ভুলে যাওনি,
নিবিড় অভিসার শেষে,_ ঈশ্বর অনুমোদিত বিদায় চুম্বন।


(অক্টোবর ১১, ২০১৬)