“জেরিনপাঠ ১৮”


জেরিন তুমি বলেছো বলে লিখছি এখন এই কবিতা;
খুঁজে পেয়েছি তুমি হারালে কোথায়, হঠাৎ দুপুরবেলা;


যখন ভাবছি আকাশ পাতাল, কষ্ট বুকে উথাল পাথাল,
সিএনজিতে তখন তুমি, যাচ্ছো বোনের শ্বশুরবাড়ি,
ঢিব্বে ঢিব্বে তরকারী আর পাগল হাওয়ায় সামলে শাড়ি;
বোনটি তোমার মোমের পুতুল, বউ হিসেবে প্রাইজ,
ধনীর ঘরের বউ যে হবে, নেই কোনো সারপ্রাইজ;


জেরিন আমার রাজকুমারী করতে হচ্ছে মেসেঞ্জারী,
বাবার বাড়ী শ্বশুরবাড়ি ঝাল-মিষ্টি তরকারী;
কেউ দেখে না তোমার দিকে, কতটুকু কষ্ট ঝরে,
তবু হাসি, ভালোবাসা, চোখের দুঃখ কাজল ঢাকা;
জেরিন তুমি আড়াল করা, আসমানী এক রাজকন্যা,
কেউ দেখে না, কেউ বোঝে না, রূপকথারই সিন্ডারেলা।


(অক্টোবর ০৭, ২০১৬)


----------------------------------------------------------------


“জেরিনপাঠ ১৯”


এ কি শোনাচ্ছো আমাকে প্রতিদিন, জেরিন?


সোনারুপা সাতরঙা বর্ণের কত কথন, স্মৃতিঝরা গল্প;
ভিজে যায় আমার বুকের জমিন, কষ্টে!
না না সুখের মতো কষ্টে, তবুও মরে যেতে ইচ্ছে করে
বুক বিদীর্ণ করা দীর্ঘশ্বাসে;


কেনো খুঁজে পেলাম না তোমায় বিশটি বছর আগে!
অথচ তুমি আমি ছিলাম একই শহরে;
দেখেছি পলক হয়তো কোনো মুহূর্তে,
চিনতে পারিনি,
হয়তো ঈশ্বরের নির্দেশে সময় হয়নি তখনো পরিচয়ের;
অভিশপ্ত দিনের অবসান তখনো অনেক দূর বাকি;
দেখা হলেও জানি, তুমি তাকাতে না সেভাবে আমার দিকে,
অনুভবে ফুটে উঠতো না কোনো নীল পদ্ম;


তখন যে ছিলো ঐ যুবক!
সে যে তোমাকে রাজার মতো ভালোবাসে;
ভরিয়ে রেখেছে সুখে, সূর্যের দিন, নক্ষত্রের রাত;
এর পরের পর্ব ঐ প্রান্তর, ইংরেজীর শিক্ষিকা,
আমির অনন্য মুকুল রাজ হীরাদের দলটির সাথে কত ব্যস্ততা,
ভালোবাসা ভাগ করে দেয়া তোমার হৃদয় কেটে কেটে;


কেনো খুঁজে নিলে না আমাকে জেরিন! কেন কষ্ট দিলে এতগুলো দিন!
কেমন করে আমি আর হবো তোমার গল্প, সোনালী স্বপ্নময় স্মৃতি;
পেরিয়ে গেছে তুঙ্গে থাকা যৌবন, রক্তের জোয়ারে ডাকে না বান;
ইচ্ছে করে খুব, নিজেকে স্থাপিত করি তোমার প্রতিটি সময়ে,
প্রতিটি পূণ্যস্থানে, যেখানে তুমি রেখেছো তােমার নির্মল স্পর্শ;
দু'চোখ জুরিয়ে দেখি তোমাকে,
এবং তোমার গল্পদের সরাসরি নির্মাণ, অতিক্রান্ত সময়ের খাঁজে;


ঈশ্বরের রাজকুমারী,
তুমি পৃথিবীর নও বলে, ঈশ্বর তোমাকে ভাগ করে দিলেন,
প্রথমে ওদের, এবং তারপর আমাকে দ্বিতীয় পর্বে;
দোহাই জেরিন,
পারবে কি আমাকে নিয়েও সাতরঙা স্মৃতি তৈরী করতে?
জেরিন তুমি বলতে পারো,
তোমাকে পেয়েও কেনো অভিমানে মরে যেতে ইচ্ছে করে?


(অক্টোবর ০৭, ২০১৬)