“জেরিনপাঠ ২১”


জেরিন, তুমি কি ভুলে গেছো আমাকে?
যেমন ভুলে গেছে আমাকে কবিতার শব্দেরা,
কোথায় যেন লুকিয়ে গেছে তারা!
বিশেষ করে ওই দমকা হাওয়ার দিনটির পর,
কবিতার শব্দদের আর খুঁজে পাচ্ছি না;


তোমার জীবনের সবচেয়ে আনন্দময় চারটি বছর,
সেই কলেজ প্রাঙ্গণ, পুকুর পাড়, নীল অপরাজিতা,
তোমার পায়ের গোঁড়ালি, শুভ্র রেশম ত্বক;
চুরি করে দেখে নেয়া,
রিকশা সিএনজি আরোহন-কালের সুযোগে বারেবার;
যেমন দেখেছে আরো অনেক রোমিও,
                            বেইলী রোড থেকে গুলশান;
আজ তারাও ভালোবাসবে তোমাকে, ক্ষতি কি?
তোমার কপট রাগ, "কখন দেখলে তুমি?" বাড়িয়েছে আরো তৃষ্ণা;
অনুরোধ ছিল আমারই, রাবীন্দ্রিক সাজে শাড়ীর ঐ পাড়ে,
হৃদয়ে ছড়িয়েছে চন্দ্র আবির, ওই শুভ্র বিভার উঁকি;
পথের ওপর দাঁড়িয়ে থাকা রোমিওদের থেকে আরেকটু বেশী;
তারপর এলো ক্ষণ, বিকেলের সে আলোতে এ অভাগা অর্বাচীন,
স্বপ্নের সিঁড়িতে পেলো উপহার তার দুঃখনীলে, তোমার ওষ্ঠের চুম্বন;


তাই কি কবিতার শব্দেরা হারিয়ে গেলো সব ঈর্ষায়!
এর আগে আমার নীলিমায় মেঘের মতো ভেসে থাকতো শব্দেরা,
টুপটাপ পেড়ে নিয়ে বসাতাম কবিতার শরীরে;
এখন আর তাদের খুঁজেও পাইনা,
                                নীলিমা জুড়ে শুধু তোমারই অবয়ব;


নিস্তব্ধ যদি থাকে মুঠোফোন কয়েকটি প্রহর, মনে জাগে অভিমান,
মনে বলে ওঠে, ভুলে গেছো আমাকে,
                            যেমন ভুলেছে আমাকে কবিতার শব্দেরা;
জেরিন তোমাকে পাওয়ার পর,
কবিতা নীল নক্ষত্র এবং নারী, সবাই যেনো খুব ঈর্ষাকাতর।


(অক্টোবর ১১, ২০১৬)


---------------------------------------------------------------


“জেরিনপাঠ ২২”


দুষ্ট মেয়ে তুমি, জেরিন!
তোমার অহমিকায় বন্য হয়ে ওঠে বিবস্র রাত;
ভালোবাসার নক্ষত্ররাজি জ্বলে একাধারে আমার শিয়রে,
আর বলে, হেরে লুটপাট হয়ে যাবে এ দ্বৈরথে;


দুটো নীল পদ্ম ফুটিয়েছো সবেমাত্র, আমার হৃদয় নীল সরোবরে,
                                       তাও সে ছিলো তোমার কৃপা;
আজো শিখে নিতে পারিনি যেনো প্রেমের খেলা,
                            তাই তুমি দুষ্টুমিতে, সাশাও সারাবেলা;


ডাকো তুমি অভিসারে, তোমার ঐ ঝরাপাতাদের অরূপ রাজ্যে;
আমি বলি না, আসবো না!
সাথে সাথে কেমন নির্মম তুমি বললে,
                         তাহলে মায়ের আঁচলে লুকিয়ে থাকো না;


জেরিন, একটি প্রশ্ন করতে পারি?
ইচ্ছের আগুনে তাহলে কি পুড়ছে,
                       তোমারও হৃদয়ের ঐ লাল গোলাপ পাঁপড়ি।


(অক্টোবর ১২, ২০১৬)