মাঝ আকাশে,_ হঠাৎ হৃদয়ে টান
তোমার জন্যে; তাহলে এখনো আমি কবি, বুঝতে পারো কি?


একা আর একপেশে, ভালোবেসে
বহু-দিন-রাত ক্ষয়ে গেছে অপচয়ে;
বিবশ, বিষাক্ত হয়ে গেছে দেহ-মন-প্রাণ অপেক্ষায়,
                  সে নারীর জন্য যে আসেনি কখনো;
এখন ভাবি না প্রেম, ভাবি না ভালোবাসা পরন্তু বিতৃষ্ণা
যারা কবিতার মতো প্রেম স্পর্শে অন্তত একবার পেয়েছে শিহরণ;
আদ্যোপান্ত রক্তরাগে গড়ায় আমার চক্র,_ প্রেমহীন;


তুমিও কি সত্যি এসেছো! মধ্যসূর্যের এ অনুপম দিনে;
নাকি ক্ষনিকের জন্য উস্কে দিয়ে আমার কবিত্ব, পালাবে আবার
তোমার নিবিড় নিরালোকে; কথা দিতে পারবে, পাবে না ভয়?
এই দেখো, আমার হাতে কোনো বিশ্বাসহীনতার দাগ নেই;


তোমার তো কিছুই যায় আসে না, এক জীবনে
টাটকা ছ’বছরের প্রেম, অক্লান্ত অবগাহন, অদ্বিতীয়ার মুকুট,
এরপর ভুলে থাকতে হলো যে সব তৃপ্তসুখের গল্প;


তুমিও কি অসমাপ্ত রেখে যাবে আরো একটি কবিতার মতাে প্রেম,
এই মধ্য যামিনীতে? যদি যাও জেরিন, ধিক্ তোমাকেও!


(সেপ্টেম্বর ১৮, ২০১৬)