(গীতিকাব্য অনুবাদ।
মূল রচনা: You Must be Evil
                   by Chris Rea)  


কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরি,
দেখতে পাই আমার শিশু মেয়েটি,
কাঁদছে সে মেঝের ওপর,
আমার মেয়েটি দেখছিলো টিভি;


এখনও রাত হয়নি গভীর,
এমনকি সময় হয়নি রাতের খাবারের,
অথচ জঘন্য এসব হিংস্রতা প্রদর্শন করছো টিভির পর্দায়,
কি সমস্যা তোমার মানসিকতায়!


তুমি অবশ্যই মন্দ অশুভ কেউ হবে!
তুমি অবশ্যই শয়তানরূপ কেউ হবে!


ওহ! আমি জানি কেনো তুমি এগুলো করো;
সুযোগ খুঁজে চলো সৃষ্টি করো, শুধু উত্তেজক সংবেদন;
আঁকড়ে থাকার জন্য পেয়েছো, বিক্রয়যোগ্য পণ্য;
এবং বলো আমাদের_ এগুলো সংবাদ;


এসব প্রদর্শনের কোনো প্রয়োজন তো দেখি না;
দর্শকের প্রতি একটু শ্রদ্ধা কি দেখাতে পারো না!
বরঞ্চ বলতে পারো আমাদের, এগুলো দেখার দরকার নেই;
এসব আতংক, সস্তা চমক, প্রভাব আমাদের প্রয়োজন নেই;


তুমি অবশ্যই মন্দ অশুভ কেউ হবে!
তুমি অবশ্যই শয়তানরূপ কেউ হবে!
ইচ্ছে করি_ তোমার উপস্থিতি আমার মেয়ের সম্মুখে!


এসব দেখানোর কোনো প্রয়োজন নেই;
তুমি কি ভাবো আমরা দর্শকরা সব বোকা!
তুমি আমার শিশু কন্যাটিকে কাঁদালে!  
ইচ্ছে করি_ তোমার উপস্থিতি এখানে!


ওহ! আমরা জানি কেনো তুমি এসব দেখাও;
এমনকি মাঝে মাঝে ছবির গতিও ধীর করে দাও;
অনেক খারাপ ধারণা বিতরন করে চলছো তুমি;
আমার বিশ্বাসই হয় না,
তোমার উপলব্ধিতে আসে না যে,


তুমি অবশ্যই মন্দ অশুভ কেউ হবে!
তুমি অবশ্যই শয়তানরূপ কেউ হবে!


(১১.০২.২০২১)


(সঙ্গীতটি রচিত ১৯৮৯ সালে, তখন টিভিই শক্তিশালী ব্রডকাস্ট মিডিয়া। একজন পিতা, টিভির বিচারবর্জিত ভীতিকর সম্প্রচারের আগ্রাসনে, তার কন্যা'র ওপর টিভির প্রভাব নিয়ে শঙ্কিত। আর আজ অভূতপূর্ব সোশ্যাল মিডিয়ার যুগে, আমাদের অনুভুতিগুলো লােহা, আগুন সবই হজম করছে। আমাদের সন্তানেরা প্লে-স্টেশন গেমস, ফেইসবুক, ইউটিউব, ইন্টারনেট, চলচ্চিত্র, টিভিতে যে পরিমাণে ভায়োলেন্স দেখছে, দেখে দেখে এতই অভ্যস্ত, এসব হিংস্রতা তাদের কাছে এখন যেন দুধ-ভাত, চাইল্ড'স প্লে!। ফলে নিজ গৃহের বাইরে, বিশ্ব বা নিজ দেশ মাঝে সকল অন্যায় মৃত্যুই, সোশ্যাল মিডিয়া প্রজন্মগুলোর মননে কোনো প্রতিক্রিয়াই সৃষ্টি করবে না একসময় বা হয়তো এখনই করছে না! এসবই জীবনের স্বাভাবিকতা হিসেবে নির্ণীত হবে তাদের নিকট, প্রতিক্রিয়াহীন, প্রতিবাদহীন এবং আক্রান্তদের সাহায্যে পাশে দাঁড়াবার জন্য দায়িত্বহীন, ইচ্ছাবিহীন! ফলে আমাদের সন্তানেরা, ভবিষ্যত প্রজন্ম হবে, আরো তীব্রতর পর্যায়ের স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক!)