(১)


কে পড়েছে আর কে পড়েনি,
মুঠোর মধ্যে খপাৎ করে
মশার মতো ধরতে পারি ;
আমি নিয়ে যাই তোমার ঘরে
ফুলের ঝুড়ি,
তুমি আনো গৎ-বাঁধা তাল
আমার বাড়ি ।


(২)


এক নীতিবাগীশের ঘরে গিয়ে বলি .......... হ্যাঁ হ্যাঁ লিখেছেন দারুন !
বিপরীত নীতিবাগীশের ঘরে আবার বলি......
                           বহুত খুব হে! সাচ্চা কিয়া! এমন আরো লিখুন;


নীতিবাগীশেরা বহু ধারার,__ কোনটা তুমি চাও ?
দু' নৌকায় পা না রেখে__ এক নৌকায় যাও;
যে মতবাদে চলো তুমি__ সেই বৈঠা বাও;


নীতিহীন সাধুবাদ যদি তুমি দাও,__ তুমি কী বোঝো?


বাদুড়ের মতো তুমি__ না ঘরকা না ঘাটকা__ দোদুল বান্দা হও ।


(১৯.১২.২০২১)


(৩)


ছক বাঁধা মন্তব্যে
প্রতারিত মাছরাঙ্গার মতো
আমি ঝাঁপ দেই নিঝুম কবিতার পুকুরে;
আর উঠে আসতে হয় না সাধ,
হয় না খেয়াল ।


প্রিয় কবি সম্বোধনে
মন্তব্যের প্রতি উত্তরে,
ধাতব "ধন্যবাদ" "ধন্যবাদ"
যেন এক শিষ্টতাহীন হাতুরি
ভাঙতে থাকে আমার প্রীতিপূর্ণ
কবি হৃদয়টির উষ্ণ দেয়াল ।


(২১.১২.২০২১)


(৪)


বললাম প্রিয়া, এ কী আশ্চর্য !
তোমার পোস্টে এত এত মন্তব্য ?
প্রিয়া বললো প্রেমিক,
হবে না তো খামাখা ঈর্ষিত,
এর কারণ আর কিছুই না
পিঠ চুলকো চুলকির জন্য ।


(২৯.০৮.২০২২)


(আমরা কম বেশী সবাই দোষী তবে আমরা কেউ কেউ চেষ্টা করি। অনেকে চেষ্টার ধারে কাছে যায় না, যেন রোবট, কবিতার মতো সুক্ষ্ণ শিল্পে আমরা করি মন্তব্য বাণিজ্য।)