মৃত্যু মানে, ভালোবাসার মানুষদের ছেড়ে
তাদের আকাশে মেঘেদের মতো উড়ে চলা, বৃষ্টি হয়ে ঝরে পড়া,
তাদের হৃদয় অরণ্যের মাঝ দিয়ে নিঝুম নদীর মতন বয়ে যাওয়া।


মৃত্যু মানে, পৃথিবীকে ছেড়ে পৃথিবীর মাটিতেই শুয়ে থাকা।
মৃত্যু মানে, আমাদের একজীবন ছেড়ে হয়তো অন্য জীবনকে খুঁজে পাওয়া।
মৃত্যু মানে, কত না মধুর স্মৃতি রোমন্থন ছেড়ে
                               একদিন নিজেই স্মৃতিদের মাঝে বসবাস করা।
মৃত্যু মানে, আজন্মকাল বাগ্মিতার শেষে এবার নীরবতা।


আর কবির মৃত্যুটি মানে, তার কবিতাদের রেখে তিনি চলে গেলেন,
তবে থেকে গেলেন অনন্তকাল তার কবিতাদের মাঝে এমনভাবে,


যেন হাঁটছেন রবীন্দ্রনাথ, দুই হাত তাঁর পেছনে আবদ্ধ রেখে।


(০৯.০৫.২০২২)