মুজিব, তুমি সাত রাজার ধন,
দক্ষিণা পবন, মাতৃভূমির বুকে;
সারা বাংলায় জয়ধ্বনি ওঠে,
বিশ্ব চমকিত হয়; দেখে তর্জনী!
আর বাংলাদেশের বিজয়।


মুজিবের তর্জনীতে স্রষ্টা
লিখে দিলেন যেন ঐশী আজ্ঞা
এই তর্জনী হবে কিংবদন্তী
অমিত শক্তি নব রূপকথা
এই তর্জনী আনবে
বাংলাদেশের স্বাধীনতা।


মুজিবের সফেদ পায়জামা পাঞ্জাবী,
অথচ তাঁর ঠোঁটে পাইপ, যেন
আধুনিকতার নান্দনিক অভিব্যাক্তি,
বাকি বিশ্বের প্রতি মহান নেতার
প্রগতিশীল এক অভিবাদন সম্প্রীতি।


মুজিব তুমি কবি, তুলনাহীন;
ভাবেনি রেসকোর্সের লক্ষ বাঙালি
সেদিন; মুজিব রচনা করবেন
স্বতস্ফূর্ত মুখভাষ্যে, কালি এবং
কলমবিহীন, স্বাধীনতার
অবিনশ্বর জয়তু পঙক্তিমালা।


বাঙালী ভুলবে না,
মুজিবের বজ্রকন্ঠের দ্যোতনা;
রক্তে জাগে প্রবল জোয়ার,
তুলে ধরি আমারও তর্জনী,
দেশপ্রেমের শিহরনে দেই গর্জন
"দাবায়ে রাখতে পারবানা............!"


(০২.০৭.২০২০)
(০৭.০৮.২০২০)