এত্তো ভাবো কেনো!
পেরেছো খন্ডাতে রহস্য?
একঘেয়ে যাপনের দিকপাল চক্র?
সাত সুরের মনোরঞ্জন পেরিয়ে, কৈ পেলাম আর কোনো ধ্রুব সূত্র?
আরে রাখ তোর! অলীকের দূরবীন,
চোখে লাগিয়ে তৃপ্ত হবো!_ নানারকম নক্ষত্র ভুত,
আর তাদের কিলোনো সুখের ওপর?


কেউ দিতে পারেনি কক্ষনো,
চলমান মহাযুগে, একটিও সুখস্পর্শ উপলব্ধির অকাট্য উত্তর;
নিজে নাড়ী চিপে দেখেছি শালা!
সামগ্রিক সুখের বৃন্দাবন, মূলত দুখেরই সাগর;


ইতিহাসের পাতা উল্টোতে গেলে,
ভিজে একসা হয় আঙ্গুল_ লাল আর লবণে;
আর যা দেখবার তা তো দেখছিই বর্তমানে,
তাই নিশ্চিত_ না দেখেও দূর গহীনের ভবিষ্যত,
দেখছি নিরন্তর বিভাবরি_ রক্তপাত আর অশ্রুর;
থামাও সংজ্ঞার ঝড় ঝঞ্ঝা!
মহা সুখের মহাজীবন, মূলত দুখেরই সমুদ্দুর।


(০৩.০২.২০২১)