তোমার কী কারো জন্য প্রেমের মতো দুঃখ জাগে না বুকে ?
ফোটে না বেদনার্ত জলপদ্ম তোমার মনের নিঝুম সরোবরে ?
ঝরে না বিরহ মধ্য রজনীতে তোমার চন্দ্রালোকিত নিঃসঙ্গ সত্তাটি থেকে ?
তুমি কী শোনো না কারো হাহাকার তোমার নিমগ্ন সমুদ্রতটের প্রবল বাতাসে ?
তোমার বুকে কী নেই কোনো নদী? কারো জন্য নিরবধি নেই কী অবগাহন দুঃখস্রোতে ?
স্পর্শ করেছো কী তোমার জন্য কারো অনুভূতির অঝোর বৃষ্টি, গোধূলীর বিষন্ণতাকে ?
তোমার নিঃসীম চরাচরে কী শোনো না তুমি কোনো আকুল পাখির ডাক ?
তোমার হৃদয়ের গহীন অরণ্য সাম্রাজ্যে কী শোনো না কারো আর্তনাদ ?
তোমার নিরালা দ্বীপে কী আছড়ে পড়ে না সাগরের প্রমত্ত আবেগের ঢেউ ?
কাঙালের মতন তোমার আঙিনায় কী আসে না কবিতা শোনোতে কেউ ?
কারো চোখের গভীরে কী দেখো না ফুটে আছে ম্লান নক্ষত্রদের ব্যথাতুর প্রার্থনা ?
তুমি কী কখনো কারো জন্য বিষন্ণ সন্ধ্যার মতো মুহূর্তমাত্র অনুভবও হবে না ?
তোমাকে না পাবার এ বিষাদ বেদীতে তুমি কী একটিবার জ্বালবে না
সামান্যতম অনুকম্পায় ভালোবাসার অর্ঘ্য প্রদীপ ?  


(২৫.০৪.২০২২)