কত নারীদের, ভালোবাসিলাম, জীবন ভরিয়া
একে একে সব, নিশীথে নীরব, গেলো যে সরিয়া
তবু কাঁদে মন, ঘন বরষণ
আরো আরো চায়, নারীদের মন
দোষ কিছু নাই, প্রেম বিনা ভাই, জীবন যে যায় মরিয়া।


(১৬.০৪.২০২০)


(*কবি রক্তিম দিগন্ত কে উৎসর্গ। বাংলা কবিতা প্রান্তরে এসেই দেখি, একের পর এক লিমেরিক লিখছেন এই কবি। একসময় তাঁকে ভালোবেসে আখ্যায়িত করলাম “Emperor de Limerick”। তারপর, একদিন তিনি আমার পাশে দাড়ালেন, আমাকে বিস্মিত করে, সত্যিকারের বন্ধুরূপে, সেদিনের জন্য আমি কৃতজ্ঞ কবি, আপনার কাছে। কবি, আমার লিমেরিকের বিষয়টি কিন্তু চিরন্তন এবং ধ্রুব সত্য, কেউ অস্বীকার করলেও, সে হয়ে যাবে নিজের কাছেই মিথ্যেবাদী। ইতিহাস সাক্ষী, ধর্ম গ্রন্থেও গ্রন্থিত অনেক কাহিনি, প্রাচীন ট্রয় থেকে আজ অবধি, রাজ্যের পর রাজ্য ধ্বংস হয়েছে এই নারীপ্রেমের কারণে, এই দুনির্বার আকর্ষণ মানে না স্থান-কাল-পাত্র, বয়স, জাত অথবা ধর্ম।)