(১)


শুনতে পেলাম সে শহরে নেই।
আকাশের বুক শূন্য করে দিয়ে,
একটি মিষ্টি নক্ষত্র খসে পড়ে গেলো অভিমানে।
থেমে গেলো একটি চঞ্চল পাখির ডাক।
বাতাসে শোনা গেলো বেদনার পদাবলী।
আর কোনো কবির কলমে
বিষন্ণ সৌন্দর্যে মুখর হতে থাকলো কবিতার শব্দাবলী।


সে কবিটি কে চিনেছো তুমি, তবুও তাকে চিনতে চাওনি তুমি ।


(২)


বারে বার গিয়েছি তোমার দ্বারে,
তুমি নেই: তুমি নেই ইতিহাস আর রূপকথার
সমস্ত নির্দয় রাজকন্যাদের মতো
নিভিয়েছো দীপশিখা
আমার সান্ধ্য বুকের, বিষন্ণ বাতাসে;
ডুবিয়েছো তােমার মিনারের নক্ষত্র পথ
আদিম জলে;
কোথায় গেছো চলে? কোন নাব্যতা ধরে
কোন সে অরূপ মানবের পিদ্দিম মালার মনোহর ঘরে ?


(২৯.০৪.২০২২)
(২৮.০৪.২০২২)


(*পিদ্দিম মালা, মনোহর - সুনীল গঙ্গোপাধ্যায় এর একটি কবিতার শব্দ অলংকরণ।)