আমার ভালো লাগে নীল রাত্রি;
নীল আঁধারে কথোপকথন;


রাত আকাশে নীল নক্ষত্র,
আমার মুঠোয় দুখের দহন;
রাত্রি মাঠে চন্দ্রাবতী,
হারানো প্রিয়ার মুখের মতন;


ভালো লাগে নীল নীরবতা,
রাত্রি ভেঙ্গে ট্রেনের গমন;
যায় কোনো নীলাদ্রী যাত্রী,  
এক জীবন থেকে আরেক জীবন;


ভালো লাগে নীল নিঃসঙ্গতা,
নীল চাঁদোয়ায় সিক্ত মন;
ভালো লাগে নীল সরোবর,
নীল প্রেমেরই অবগাহন;


নীল রাত্রির প্রহসন পাঠ;
খুন হয় লোভী নৃপতিজন;
বেঈমান রাণীর নীল আগুনে,
তামাক জ্বালায় প্রাকৃতজন;


ভালো লাগে নীল পিকনিক,
নীল রহস্যে রমণী মন;
তাদের হাসির নীল লাস্যে,
চমকে জাগে নীল তপোবন;


ভালো লাগে নীল জোনাকি,
নীল সংঘের অনুরণন;
ভালো লাগে সংগোপনে,
রাতের গর্ভে নীলিমা যাপন;


নীল হৃদয়ের দুয়ার খুলে,
অবাধ নীলে নীল বিচরণ;
নীল সমুদ্রে মৃত্যু হাঁক,
চাই আমি তার নীল চুম্বন;


ভালো লাগে কবিতা নীল,
দুঃখ দুঃখ নীল পঙক্তি;
তোমার নীলের পদ্ম ঠোঁটে,
হোক না অমর সংযুক্তি;


নীল নগ্ন নীলাম্বরে,
নাও নীলেরই সম্মোহন,
পুড়তে থাকুক নীল অনলে,
বেদনা নীল সবার মন।


(০৬.০২.২০২১)