কোথাও ঘটে গেছে বিভ্রাট;
অস্তিত্বের শরীরে সৃষ্টি হয়েছে ধ্বংসাত্মক গহ্বর;
নিঃসৃত হচ্ছে পুঞ্জ পুঞ্জ প্রহেলিকার মতো
অস্তিত্বের জমাট অনুভব, এবং তথৈবচ মানবিক উপাদান;
নির্ভার শেকড়বিহীন এক নিত্যতার মতো
                                   নিলম্বিত আমার উপস্থিতি;
পূর্ণ মনোবলে প্রোথিত নয় এখন
                            পৃথিবীর মৃত্তিকায় আমার পদযুগল;
অনেক ভ্রান্তি ভুলের স্তুপের ওপর দাঁড়িয়ে  
আমি যেন আজ,_ এক মহাজাগতিক অপরাধী;
অমর্ত্য গিরির সুবর্ণ গরলে উৎকীর্ণ শাস্তির অপেক্ষায়,
অবলম্বীত এখন আমার এ অধিষ্ঠান,_ মহাসৃষ্টিদের সাময়িক সাম্রাজ্যে;


শত শত বরফ খন্ডের মতো সুচাগ্র নিয়তি
                                     ধাবিত আমার দিকে;
অন্যমনস্ক উদাসীন এ অস্তিত্বে
                             তারা বিদ্ধ করবে মহা উল্লাসে;


আজন্ম শৃঙ্খলিত অস্তিত্ব, অসহায় আমার এ উপস্থিতি
                                    খন্ডে খন্ডে উড়ে যাবে তারপর,
রাত পাখিদের কৃষ্ণ অবয়বের মতো
                অলৌকিক এক স্বৈরশাসকের নক্ষত্র রাজ্যের দিকে।


(২৫.০৫.২০২১)