আমাকে যেতে হবে যে অবনীর বাড়ি;
শুনেছি তার কি যেনো অসুখ হয়েছে;
সায়াহ্নেতে উড়ছে দুখ পাখি সারি সারি,
শুদ্ধ সুখে সব নীল রূপমা এসেছে;


অবনী কবিতা লিখে অভ্র নীল পদ্ম
ফোটাতো, আনতো যে ডেকে বৃষ্টিময় দিন;
হাসিতে পুড়িয়ে দিতো মুখোশের ছদ্ম,
বিষাদেরা এক ফুঁ'তে হতো যে বিলীন;


চোখ হঠাৎ হতোনা, বিষন্ন আকাশ;
গহীন সমুদ্র ঢেউ মৌমিতা আলাপ,
অবনী ছিল না কারো দাস দেব'দাস;
বিঁধে থাকতো না যে বুকে অশুভ প্রলাপ;


তবুও যেতে পারবো না বাড়ি অবনীর,
আমাদের মন আজ ঊন অশনির ।


(১৭.১২.২০২০)


ধরন: চতুর্দশপদী (সনেট)
গঠনঃ স্পেনসেরিয়ান ফর্ম
ছন্দঃ অক্ষরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)
অন্তমিলঃ ABAB : BCBC : CDCD : EE