বহুদিন দেখিনা তোমায় বাসে!
বদলেছো কি ঠিকানা? তাই বদলে গেছে রুট?


সারি সারি মাথার ফাঁকে উঁকি দেয়া - তোমার নিটোল মুখ
                                  কি যে কাঁপাতো আমার বুক!


কপালে দুষ্ট চুল, কোমল বাহু,
রেলিং চেপে ধরা অসহায় আঙ্গুল;


বেয়াদপ চালক, বেয়াড়া রাস্তা, অসভ্য ঝাঁকুনি!
তবুও ঠোঁটে বিব্রত মিষ্টি হাসি;
    ওই লজ্জিত রাঙ্গা নিষ্পাপ মুখ,
                 কি যে প্রবল কাঁপাতো এই বুক!


বহুদিন দেখিনা তোমায় বাসে!
বদলে গেলো কি সবকিছু, এত অনায়াসে?


(২০১০)