ওদের তালে ঢোল বাজালে তুমি বড় ভালো
না বাজালে মন্দ তুমি খুব যে খারাপ কালো
গন্ধ মাদন হনুমানও গালি কাব্যের কবি
শ্বর্পপুরের মদন গাধা মোড়ল খোড়ল সবি


উর্দি পড়া নীল কাকেরা ঢালে বিষের হাঁড়ি
হিলি শুঁড়ির বাঁদরেরা মাতাল খেয়ে তাড়ি
মোড়ল গাড়ল উজবুকেরা চড়ে অন্ধ ঘোড়া
বিজ্ঞানের ঐ খোরমা খেয়ে তারই গীবত করা


কাঁচকলাদের কষ কথারা দেশদ্রোহে ভরা
নারীর পিঠে ওঠা সবাই ­মোল্লাবাদী মরা
বন্ধু সাজা বেঈমানেরা পিঠে মারে ছোরা
তাদের তালে নাচ না দিলে দেশপ্রেমীরা খোঁড়া


ঢোলের বাড়ির নেশায় উড়ে ডাকো খালে কুমির  
দেশপ্রেমীরা থামায় সবই শত্রু মাতৃ-ভূমির ।


(২৪.০১.২০২১)


ধরন: চতুর্দশপদী
ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ১৪ মাত্রা (৮+৬)