ছিল নিথর কৃষ্ণ ঘন আঁধার,
ছিল অজ্ঞাত ছিল না আকার,
তারপর ছিল সৃষ্টি
আলোর নির্মিত অবয়ব,
ছিল না প্রশ্ন শুধু প্রশংসা,
ছিল আজ্ঞাবহ স্তব;
ভালোই তো ছিল
এ পর্যন্ত....
তবে কেন আরো ইচ্ছা হলো
রক্ত
     মাটি
           মানব...........পৃথিবী!
এর ওপর মহা ভুল ছিল
                 স্বাধীন ইচ্ছা শক্তি !
বেধে গেল গোলমাল, ওলট পালট,
শ্রেষ্ঠের বিবিধ ব্যাখ্যার দৌরাত্ম্য,
বিশ্বাস ও অবিশ্বাস,
গ্রন্থে গ্রন্থে জটিল গ্রন্থিল;
চেপে ধরে মহা সৃষ্টির শ্বাস,
আর আমরণ রক্তপ্লাবিত নিখিল;
কেনই বা পুরস্কার, কেনই বা শাস্তি !
কেউ চায়নি, কেউ ইচ্ছে করেনি;
চেয়েছো কে? রেখেছো কে?
জীব ও জীবনের রহস্য বাতাবরণে
শুধু শাসন, শৃঙ্খল আর বিপথু ফাঁদ;
আত্মতুষ্টি আর
আরো প্রশংসা পাবার দুর্মর অহংকারে,
স্থাপিত হলো এক স্বেচ্ছাচারী
অলৌকিক বুনিয়াদ ।


(30.09.2021)