না! না! থামো!
এই দেখো,
দু'হাত প্রসারিত করে রেখেছি;
ঐ শোনো,
হৃদয় মন্থন করে বেজে চলেছে
অনুভবে অনুরাগের সিম্ফোনি;


বহু বছর করেছি শুধু হৃদয় মোচন;
আজ পালাবো না,
আজ,
উজ্জ্বল উপমার মতন
          হয়তোবা উপযুক্ত আমি;


এই নাও হৃদয়,
                হৃৎপিণ্ড মনন মস্তিষ্ক,
সত্তা অস্তিত্ব,
              তথা আমার সমগ্র জীবন;


আজ সব কিছু বিলীন আমার
আছে শুধু দাবীটি তোমার,
শেষ অঙ্কের পর্দা নামার চলমান চিত্রের মতন,
করতালি মুখরিত যে মিলন;


সর্বহারা নায়কের,
হাটু ভেঙ্গে বুকে ঢলে পড়া অনবদ্য সমর্পণ ।


(২৫.১১.২০২১)