পঞ্চাশ বছর ধরে, এ পৃথিবীর 'পরে,
মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশ;
পঞ্চাশ বছর ধরে, ঐ বঙ্গোপসাগরে,
স্বাধীন সূর্য উদয়ের চির অভিনিবেশ;


পঞ্চাশ বছর ধরে, বাংলার ঘরে ঘরে,
লাল সবুজের স্বাধীন পতাকা ওড়ে;
পঞ্চাশ বছর ধরে, বাঙালির হৃদয় জুড়ে,
বিজয়ের গর্বের ধ্বনি, ধ্বনিত হয় উদ্দীপ্ত স্বরে;


পঞ্চাশ বছর ধরে, রবি ঠাকুরের সুরে,
সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি;
পঞ্চাশ বছর ধরে, ধানসিঁড়িটির তীরে,
জীবনানন্দের মতো ফিরে ফিরে আসি;


পঞ্চাশ বছর ধরে, দেশপ্রেমিকের অন্তরে,
প্রণতি হে মহান নেতা শেখ মুজিব;
পঞ্চাশ বছর ধরে, বাঙালির চেতনা ঘিরে,
আজো আছে মহান মুক্তিযুদ্ধ, চির সবুজ সজীব;


পঞ্চাশ বছর ধরে, দেখেছি সুখী দু'চোখ ভরে,
সুখ্যাত হলো বাংলাদেশ, আজ এ বিশ্বের বুকে;
পঞ্চাশ বছর ধরে, দৃপ্ত পায়ে ধীরে ধীরে,
শত সংগ্রাম পেরিয়ে, দীপ্যমান আজ কত অর্জন সুখে;


পঞ্চাশ বছর পরে, এ পৃথিবীকে আশ্চর্য করে,
দ্বিধাদের দেখিয়ে বৃদ্ধাঙ্গুলি, বাংলাদেশ আজ...,
কখনোই নয় মাথা নোয়াবার, পরন্তু তাতে উঠেছে শ্রেষ্ঠের তাজ;


পঞ্চাশ বছর পরে, বাঙালিদের চোখে গর্বে অশ্রু ঝরে,
সুজলা-সুফলা শস্য-শ্যামলা, সুমধুর কোমল তাঁর কান্তি,
পৃথিবীর বুকে স্নিগ্ধ সবুজের এক টুকরো অনাবিল প্রশান্তি;


এসো বাঙালি, হাতে হাত ধরি, এসো চির অনন্ত বাংলার সবুজ,
এসো নদী বন পাখি, চলো একসাথে দেশপ্রেমে বলি,
ঐকতানে আর বিজয় বরমাল্যে হয়ে কর্ণবিদারী উচ্চকন্ঠী,


"হে আমার অনন্য বাংলাদেশ, তোমাকে জানাই শুভ সুবর্ণ জয়ন্তী!"


(২৬.০৩.২০২১)