অশ্রু আমাকে মানায় না;
নাহলে কয়েক শত নদী প্রবাহিত হতো তোমার দিকে;
নেই কোনো আর্তনাদ,
থাকলে চুরমার হতো প্রণয় প্রকৃতি কয়েকটি ভীষণ ঝড়ে;
আমার আছে লেলিহান রঙের রাগ;
তাই তৈরী হয় কিছু শুষ্ক সড়ক, পুড়ে হয় ছারখার অভিমানী সূর্য আগুনে;
তারপর আসে অনুতাপ, কিছু দুর্নিবার দুঃখ;
সে দুঃখে জাগ্রত হয় নীল সরোবর, ফোটে বেদনার্ত পদ্ম, মধ্যরজনীর গোপন নীলচে বনে;
তারপর উচ্চারিত হয় বেশ কিছু প্রশ্ন;
এবং নিরুত্তরে হয়ে পড়ে প্রতিপন্ন - কতটা স্বরচিত দুর্গতি তোমার মনে,
সরিয়ে দিয়েছে প্রেম, উঠিয়েছে অনতিক্রম্য দেয়াল, আজকাল তোমারই সামনে।


(২৭.১১.২০২০)